রমজানেতে রাখোনি রোজা
হচ্ছে তোমার নামাজ কাজা
যেকোনো দিন আসবে মৃত্যু প্রহর
তোমার নেই কোনো খবর।
বেপর্দায় চলছো হাটে
রূপ যৌবন বিপথে রটে
এভাবেই দিন করছো তুমি পার
তোমার নেই কোনো খবর।
পড়ালেখার নামে বাহাদুরি
বন্ধু নিয়ে করো ঘোরাঘুরি
বাবার টাকার বড্ড অহংকার
তোমার নেই কোনো খবর
আলসেমিতে গা ভাসিয়ে
চালচলনে লোক হাসিয়ে
করছোনা পরয়া কারোর
তোমার নেই কোনো খবর
বিয়ের পরে স্বামীর ঘরে
থাকছো তুমি উল্লাস করে
শশুর শাশুড়ি বৃদ্ধাশ্রম ঘর
তোমার নেই কোনো খবর
