হ্যা, আমাদের জীবন খুব ছোট কিন্তু ইচ্ছে গুলো আকাশ ছোঁয়া। এই ছোট্ট জীবনে আকাশ ছোঁয়া ইচ্ছে গুলো পূরণ করতে না পারলে ও ইচ্ছে বুনতে কেউ অপারগ নয়।
এই ইচ্ছে গুলো ই তো আমাদেরকে বাঁচিয়ে রাখে।এই ইচ্ছে গুলো ই ছোট জীবনের বাঁচার আশা। আশা হীন জীবন জীবন হীন কাষ্টের মতো। এক টুকরো আশা ছাতক পাখির এক ফোঁটা বৃষ্টি।
সৃষ্টি কর্তা তার সৃষ্টি কে অপরূপ সৌন্দর্য দিয়ে ঘিরে রেখেছে।যা আমাদের ছোট জীবনের অপূর্ণতা কে পূর্ণ এবং তৃপ্ততায় ভরিয়ে রাখে।
হ্যা,এটাই আমাদের জীবন।এটাই আমাদের ছোট্ট জীবন।
_সু মা ই য়া